
ছবিঃ কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় পারুল বেগম নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৪ সাংবাদিক।
শুক্রবার (২১ মার্চ) রাতে একদল ইন্টার্ন চিকিৎসক এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিকরা।
আহতরা হলেন, যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি রফিক ইসলাম খোকন চৌধুরী, ক্যামেরা পার্সন সাকিব, চ্যানেল ২৪ এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান এবং ক্যামেরা পার্সন ইরফান। এ সময় হামলাকারীরা তাঁদের মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলে লুট করে নিয়ে যায়। এ সময় ইন্টার্ন চিকিৎস ও বেশ কিছু শিক্ষার্থী হাসপাতাল চত্বরে অবস্থান নেয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে। সাংবাদিকদের উপর হামলার খবর পেয়ে শহর থেকে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে। আহত সাংবাদিকদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
রাত সোয়া ১ টায় ওই হাসপাতাল থেকে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
যমুনা টিভির সাংবাদিক রফিকুল ইসলাম খোকন বলেন, রাতের দিকে ভুল চিকিৎসায় একজন নারীর মারা যাওয়ার খবর শুনে হাসপাতালে যাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকরা অতর্কিতভাবে আমাদের উপর এ হামলা চালায় ও ক্যামেরা ভাংচুর করে মোবাইল ফোনসহ লুট করে নিয়ে যায়। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে আসলে আমাদের উপর হামলা চালায় ইন্টার্ন চিকিৎসকরা। কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর রহমানকে একাধিকবার কল করে সাংবাদিকরা যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। তবে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা এ নিয়ে জরুরি মিটিংয়ে বসেছি। কেন এই ঘটনা তা জেনে বিষয়টি মীমাংসা করা হবে।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের উপর বর্বরচিত হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ পরিচালককে অপসারণের দাবিতে শনিবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে।
ইমরান