ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ফিনিস-এর উদ্যোগে পবিত্রতায় সুরক্ষিত রমজান

প্রকাশিত: ২৩:৩৫, ২১ মার্চ ২০২৫

ফিনিস-এর উদ্যোগে পবিত্রতায় সুরক্ষিত রমজান

ছবি: সংগৃহীত

রমজান পবিত্রতার মাস, আর এই পবিত্রতা বজায় রাখতে পরিচ্ছন্ন পরিবেশও জরুরি। তাই, ৭৫ বছরের সুরক্ষার আস্থা নিয়ে ব্র্যান্ড ফিনিস গ্রহণ করেছে "পবিত্রতায় সুরক্ষিত রমজান" উদ্যোগ।

ঢাকা শহরের প্রধান ইফতার বাজার, মসজিদ ও গণ ইফতার স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফুড কভার বিতরণ এবং বিভিন্ন মসজিদের টয়লেট ও ওজুখানা পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে রমজানের পবিত্রতা ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করছে ফিনিস।

এটি শুধু রমজানের জন্য নয়, বরং একটি পরিচ্ছন্ন ও সুরক্ষিত বাংলাদেশ গড়ার পথে  বাংলাদেশি পণ্য নিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।

রিফাত

×