
ছবি: সংগৃহীত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমির সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। স্ট্যাটাসটিতে তিনি উল্লেখ করেন, "এদেশে আওয়ামীদের কোন 'বীজ'কেই অনু পরিমাণ জায়গা দেয়া হবেনা। তাদের ঠিকানা ভারত।"
তিনি আরও লেখেন, "যেখান থেকে তাদের 'গডমাদার' উড়ে এসে এদেশের রাজনীতিতে জুড়ে বসেছিল, রাজনীতিকে কলুষিত করেছিল এবং দেশবিক্রীর চেষ্টা করার সময় ছাত্র-জনতার হাতে ধরা পড়ে 'জান-বোন' নিয়ে পালিয়ে গিয়েছে, সেই দেশ। গেট দ্য হেল আউট অব হিয়ার। এটা ভারতের গোলামদের দেশ নয়। এটা সকল ধর্ম-গোত্রের খাঁটি দেশপ্রেমিক বাংলাদেশীর দেশ।"
তার এই মন্তব্য নিয়ে নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
আসিফ