ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় এলজি ও বিপুল পরিমাণ মাদক সহ আটক ২

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা।। 

প্রকাশিত: ২২:৪৯, ২১ মার্চ ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় এলজি ও বিপুল পরিমাণ মাদক সহ আটক ২

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি গান ও বিপুল পরিমাণ মাদক সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শুক্রবার (২১ মার্চ)  উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী  অভিযান চালিয়ে তাদের আটক করে।রাতে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক ও অস্ত্র সরবরাহ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী শুক্রবার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল হক এবং থানার এসআই লিটন চাকমার নেতৃত্বে যৌথবাহিনীর একটি আভিযানিক দল মিয়াবাজারের জগমোহনপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে মো: লোকমান (৪৩) এবং একই গ্রামের মানিক মিয়ার ছেলে মোশারফ হোসেন সৈকত (১৯) কে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর তল্লাশী করে একটি দেশীয় এলজি গান, ৫ রাউন্ড গুলি, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২ হাজার ৫৯ পিস  ইয়াবা ট্যাবলেট, ২ বোতল বিদেশী মদ এবং ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্বার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

আফরোজা

×