ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

লালমনিরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, হাসপাতালে ভর্তি ৪

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রকাশিত: ২২:৩৯, ২১ মার্চ ২০২৫

লালমনিরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, হাসপাতালে ভর্তি ৪

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক থেকে সিমেন্ট আনলোড করাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনকে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দোয়ানী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, উপজেলার তিস্তা ব্যারেজের কাছে বিদ্যুতের অত্যাধুনিক খুঁটি নির্মাণের কাজ চলছে। সেই কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানকে গোবর সরবরাহ নিয়ে গড্ডিমারী ইউনিয়ন বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দলের লোকজনের সাথে সানিয়াজান ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের লোকজনের কয়েকদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে ওই কাজের ট্রাক থেকে সিমেন্ট আনলোড নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গড্ডিমারী ইউনিয়ন বিএনপি-র আহ্বায়ক শফিকুল ইসলাম এ ঘটনার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদারকে দায়ী করেন।

তবে স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেল তালুকদারের দাবি তিনি এ ঘটনার সাথে জড়িত নন।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আসিফ

×