
ছবি : জনকণ্ঠ
লালমনিরহাটের কালীগঞ্জে বইয়ের ভিতরে অভিনব কায়দায় গাঁজা বহনকালে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার কাকিনা রুদ্রেশ্বর এলাকায় অভিযান চালিয়ে বইয়ের বান্ডিলের ভিতরে অভিনব কায়দায় আড়াই কেজি গাঁজা বহন কালে মামুন হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ি আটক করা হয়।
আটককৃত মামুন লালমনিরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্তর এলাকার নবির হোসেনের ছেলে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত সে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মাহফুজার রহমান/মো. মহিউদ্দিন