
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়ার নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সভাপতি শেখ নিজাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আসলাম মিয়া, এ্যাডভোকেট কামরুল ইসলাম, সদস্য সচিব রাজবাড়ী জেলা বিএনপি।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, বিশেষ বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আইয়ুব আলী খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন গোয়ালন্দ পাকপাঞ্জতন জামে মসজিদের ইমাম মাওলানা গোলজার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মো. আসলাম মিয়া বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা এত বড় পরিসরে ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি, যা আমাদের জন্য আনন্দের।তিনি এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।
আফরোজা