ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

কলাপাড়ায় খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:০৬, ২১ মার্চ ২০২৫

কলাপাড়ায় খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় খেলাফত মজলিসের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। "খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন" প্রতিপাদ্য বিষয়ের আলোকে ''বিভেদ নয় ঐক্য কল্যাণমূলক রাষ্ট্র'' স্লোগান নিয়ে শুক্রবার বিকাল তিনটায় পৌরশহরের চায়না পার্ক রেস্তরায় অনুষ্ঠিত সভায় কলাপাড়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মো. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ একেএম মো. মাহবুবুল আলম।

সভায় বক্তারা মাহে রমজানের ফজিলতসহ কুরআন সুন্নাহ'র আলোকে জীবনকে পরিচালিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা এদেশে তাওহীদের পতাকা উড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা দেশে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিসের এখন থেকেই কাজ করে যাওয়ার একাত্মতা ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা শাখার প্রধান উপদেষ্টা হাজী এরশাদুল্লাহ ভূঁইয়া, সদস্য অ্যাড. মো. নূর হোসেন, লালুয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন বিশ্বাস।

অনুষ্ঠানে উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিসের উপদেষ্টা সদস্য আলহাজ্ব মাওলানা মো. অলিউল্লাহ, শিহাব উদ্দিন শরীফ, সহ সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, ইমাম ও খতিব মাওলানা মো. আনিছুর রহমান, উপদেষ্টা আব্দুল মালেক, উপজেলা শাখার সহ-সভাপতি মো. আশ্রাফ উদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবীর, সদস্য সচিব এসএম মোশাররফ হোসেন মিন্টু, সাংবাদিক ছগির হোসেন এবং খেলাফত মজলিসের কলাপাড়া উপজেলা ও পৌর শাখার বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

ফারুক

×