ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

ঋণের প্রলোভনে জামানত: ৩০ লাখ টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

প্রকাশিত: ১৬:২৫, ২১ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৩০, ২১ মার্চ ২০২৫

ঋণের প্রলোভনে জামানত: ৩০ লাখ টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

ছবি: সংগৃহীত

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার নিলু শেখ পাড়ায় উষার আলো ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ঋণ দেওয়ার প্রলোভনে স্থানীয় লোকদের থেকে জামানত সংগ্রহ করে উধাও হয়ে গিয়েছেন। গোয়ালন্দে অস্থায়ী কার্যালয় খুলে মোটা অংকের ঋণ দেওয়ার ঘোষণা দেন এনজিওটি। সহজ শর্তে মোটা অংকের ঋণ দেওয়ার আশ্বাসে কয়েকজন এনজিও কর্মী কাজ শুরু করেন। তবে শর্ত হিসেবে প্রতি ১ লাখে ১০ হাজার টাকা করে জামানত রাখার কথা বললেন তারা। তবে জামানত সংগ্রহ করে লাপাত্তা হয়ে গেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, আমাকে ৮ লাখ টাকা লোন দেওয়ার কথা বলে আমার থেকে মোট ৭৫ হাজার টাকা জামানত নেওয়া হয়েছে কিন্তু আজকে সকালে গিয়ে দেখি তাদের অফিসে তালা দেয়া। আরেক ভুক্তভোগী বলেন, আমাকে ১৮ লক্ষ টাকা লোন দেওয়ার কথা, মঙ্গলবার আমি ৭০ হাজার টাকা জমানত দিয়েছি, এর পর থেকেই তারা উদাও।

বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা অভিযুক্তদের গ্রেফতার করতে কাজ শুরু করেছেন পুলিশ। থানার ইউএনও বলেছেন এই নামে উপজেলায় কোন বৈধ প্রতিষ্ঠান নেই।

সূত্র: https://www.youtube.com/watch?si=aZeqdicATVmDuFna&v=unXyO1b21Dg&feature=youtu.be

ফারুক

×