ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,লক্ষ্মীপুর ।। 

প্রকাশিত: ১৬:১৪, ২১ মার্চ ২০২৫

ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ

 

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যা ও হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বাদ জুম্মা বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহরের আয়োজনে আপামর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জেলা শহরের চকবাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার এসে সমাবেশে মিলিত হয়। 


এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মওলানা নাসির উদ্দিন, শহর সেক্রেটারি আবুল ফারাহ নিশান, ছাত্র সমন্বায়ক আরমান হোসেন, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন এবং আব্দুল আওয়াল হামদু প্রমুখ। 


বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি গাজা এবং স্টপ গাজা জেনোসাইড লেখা সম্বলিত পেস্টুন এবং প্যালেস্টাইন পতাকা বহন করেন।

সাজিদ

×