ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

দুমকিতে দলবদ্ধ ধর্ষণ: মূল আসামী সিফাত মুন্সি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:১০, ২১ মার্চ ২০২৫

দুমকিতে দলবদ্ধ ধর্ষণ: মূল আসামী সিফাত মুন্সি গ্রেফতার

ছবি: দৈনিক জনকন্ঠ

পটুয়াখালী দুমকিতে কলেজ শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের ঘটনার মূল আসামী সিফাত মুন্সি (১৯) কে গ্রেফতার করেছে পটুয়াখালী ডিবি পুলিশ। আজ ভোর রাত ৫ টায় পিরোজপুরের নাজিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে অর্থাৎ মামলা দায়েরের পর সাকিব মুন্সি (১৯) নামের একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট দুইজনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জন বাগানে, জুলাই '২৪ আন্দোলনে ঢাকায় নিহত পাঙ্গাশিয়া ইউনিয়নের শহীদ জসীম হাওলাদারের কন্যা, সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ করে সাকিব মুন্সি (১৯), সিফাত মুন্সি (২০) ও ইমরান মুন্সি (১৯)। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই পরের দিন বুধবার থানায় হাজির হয়ে অভিযোগ দেন। পুলিশ বিকাল ৩ টায় তার মামলা গ্রহণ করে এবং অভিযুক্ত সাকিব মুন্সিকে গ্রেফতার করে।

ভুক্তভোগী বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

 

মোখলেছুর রহমান/ফারুক

×