
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) সকালে রায়পুরার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা দুইজন হলেন, খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া ও আব্দুল বারিকের ছেলে বাশার মিয়া। আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ও বাশার মিয়া টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চানপুর ইউপি সদস্য সামসু মিয়ার লোকজনের সাথে আব্দুস সালামের লোকজনের বিরোধ চলে আসছিল। এর জেরে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ বলেন, একজনের কথা শুনেছি, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।
সাজিদ