ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

চট্টগ্রামের সাথে যুক্ত হতে যাচ্ছে সন্দ্বীপ, কমবে ৪ লাখ মানুষের ভোগান্তি!

প্রকাশিত: ১১:৩১, ২১ মার্চ ২০২৫; আপডেট: ১১:৩৩, ২১ মার্চ ২০২৫

চট্টগ্রামের সাথে যুক্ত হতে যাচ্ছে সন্দ্বীপ, কমবে ৪ লাখ মানুষের ভোগান্তি!

ছবি:সংগৃহীত

সন্দীপবাসীর দৈনন্দিন জীবনের দুর্ভোগের দিন শেষ হতে চলেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত থেকে সন্দীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত আগামী ২৪ মার্চ চালু হতে যাচ্ছে ফেরি সার্ভিস। এই ফেরি সার্ভিস চালু হলে দ্বীপবাসীর যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। 

 

 

সন্দীপে যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা। ২০ কিলোমিটার উত্তাল সমুদ্রপথ পাড়ি দিয়ে নৌযান থেকে নেমে আবারও কোমর পানি বা হাঁটু কাদায় পথ পাড়ি দিতে হয় স্থানীয় বাসিন্দাদের। এই কষ্টকর যাত্রা থেকে মুক্তি দেবে নতুন ফেরি সার্ভিস। ফেরি চলাচলের জন্য দুই প্রান্তে ফেরিঘাট, পার্কিং এবং অন্যান্য অবকাঠামো প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। 

ফেরি সার্ভিসের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে যাত্রীপ্রতি ১০০ টাকা, মোটরসাইকেল ২০০ টাকা, ব্যক্তিগত গাড়ি ৯০০ টাকা, সিএনজি অটোরিকশা ৫০০ টাকা, বাস ৩,৩০০ টাকা এবং ট্রাক বা ১০ চাকার যান ৭,১০০ টাকা। দিনে দুইবার চলাচল করবে এই ফেরি। 

 

 

তবে, সমুদ্রের উত্তাল ঢেউ এবং আবহাওয়ার অবস্থার উপর নির্ভর করবে ফেরি চলাচল। মার্চ মাসে সমুদ্রের অবস্থা কেমন থাকে, তা বিবেচনায় নিয়ে ফেরি চালানো সম্ভব হবে কিনা, তা নির্ধারণ করবে কর্তৃপক্ষ। এছাড়াও, দ্বীপের অনুন্নত সড়ক ও অবকাঠামোগত সংকটের কারণে ফেরির সুবিধা কতটুকু কাজে লাগানো যাবে, তা নিয়েও সংশয় রয়েছে। 

ফেরি সার্ভিস চালু হলে শুধু যাতায়াতই নয়, স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, পাশাপাশি এলাকার উন্নয়নও ত্বরান্বিত হবে। 

 

 

সন্দীপবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পারে এই ফেরি সার্ভিস। তবে, প্রকল্পের স্থায়িত্ব এবং আবহাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করাই হবে মূল চাবিকাঠি।

আঁখি

×