ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

কলাপাড়ায় ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটি গঠিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০১:৩০, ২১ মার্চ ২০২৫; আপডেট: ০২:১৮, ২১ মার্চ ২০২৫

কলাপাড়ায় ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা কমিটি গঠিত

ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীলদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।  

বৃহস্পতিবার (২০ মার্চ) কনাচনাপাড়া চৌরাস্তায় দলীয় কার্যালয়ে এক সভায় সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি ঘোষণা করা হয়। 

নতুন কমিটিতে মুফতি মো.হাবিবুর রহমান হাওলাদার কে সভাপতি এবং মাওলানা মোস্তাফিজুর রহমান কে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। এছাড়া অ্যাডভোকেট জেড এম কাওছার ও মৌলভী মাহবুবুর রহমান সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির সেক্রেটারি পদে মাওলানা মনিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হিসেবে হাফেজ জোবায়ের কে মনোনীত করা হয়েছে।

নতুন কমিটির দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা কলাপাড়া উপজেলায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

ইমরান

×