ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

কুমিল্লায় ৯ বছরেও তনু হত্যার জট খোলেনি বিচার না পাওয়ায় পরিবারে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ০১:২৪, ২১ মার্চ ২০২৫

কুমিল্লায় ৯ বছরেও তনু হত্যার জট খোলেনি বিচার না পাওয়ায় পরিবারে ক্ষোভ

সোহাগী জাহান তনু

দফায় দফায় তদন্ত সংস্থা এবং তদন্ত কর্মকর্তা পরিবর্তনেও বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের রহস্যের জট খোলেনি। তনু ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। এরই মধ্যে মামলার তদন্তে কেটে গেছে ৯ বছর।

তবে দুই দফায় করা ময়নাতদন্তের প্রতিবেদনেও তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। তাই মামলার তদন্তে মৃত্যুর রহস্য বের না হওয়া এবং বিচার না পাওয়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন তনুর পরিবার। তবে মামলার তদন্ত সংস্থা পিবিআই কর্মকর্তা বলেছেন গুরুত্ব দিয়ে মামলার তদন্ত চলছে। 
তদন্ত সংশ্লিষ্টরা বলেন, এ মামলাটি প্রথমে থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পর ২০১৬ সালের ১ এপ্রিল থেকে তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে কুমিল্লা সিআইডি থেকে মামলার ডকেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকায় হস্তান্তর হয়।

সর্বশেষ গত বছরের ৫ আগস্টের পর তদন্তের দায়িত্ব পান পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তরিকুল ইসলাম। তিনি গত ৬ মাসেও ঘটনাস্থল পরিদর্শনে আসেননি।  মেয়ের স্মৃতিচারণ করে তনুর মা আনোয়ারা বলেন, রোজার সময় মেয়ে ইফতারি তৈরি ও সেহেরির আয়োজন করত। রাত-দিন শুধু মেয়েটার কথা মনে হয়। চোখের পানি ফেলে যাচ্ছি, দেশে সব হত্যার বিচার হয়, আমরার তনুর বিচার পাইলাম না। আমার তনুকে কারা মেরেছে আল্লাহ দেখেছে, এ জগতে বিচার না পাইলে পরকালে তো পাব। 
মামলার নতুন তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঢাকা প্রধান কার্যালয়ের পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর মামলাটির তদন্তের দায়িত্ব পাই। এখনো ঘটনাস্থলে যাওয়া হয়নি। তনুর পরিবারের সঙ্গে কথা হয়েছে।

×