
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, "বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বিএনপির ৩১ দফা শুধুমাত্র একটি দলীয় কর্মসূচি নয়, এটি দেশ ও জনগণের ভবিষ্যৎ সুরক্ষার একটি রূপরেখা। গণতান্ত্রিক ব্যবস্থার সঠিক প্রয়োগ এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো সম্ভব। এজন্য দলীয় ঐক্য, সাংগঠনিক দক্ষতা এবং গণজাগরণ বাড়াতে হবে।"
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩টায় নগরীর ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে ৩৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচি আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ৩৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমেদ। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিঞা ভোলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক হানিফ সওদাগর, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আব্দুস সবুর, নুরুল্লাহ বাহার, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. হাসান মুরাদ, থানা বিএনপির হাসান মুরাদ, সেলিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম, শওকত আলম, শহীদুল আলম আরজু, মো. সিরাজ, শাহাবুদ্দিন আবু শুক্কুর, কফিল উদ্দিন, মো. জাহাঙ্গীর বাদশা, আব্বাস বখতেয়ার, আজম খান, শাহজাহান ছিদ্দিকী, নাজিম উদ্দিন, শরিফ, সারাতসহ অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান। কর্মশালায় বিএনপির ৩১ দফার বাস্তবায়ন কৌশল, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নেতারা বলেন, "দেশের অগ্রগতির জন্য সুপরিকল্পিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক গণতন্ত্র গড়ে তুলতে হবে। উন্নয়নের গতি বাড়াতে সঠিক নেতৃত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার বিকল্প নেই।"
তারা আরও বলেন, "সংগঠনের শক্তিকে কাজে লাগিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচন, জবাবদিহিতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
ইমরান