
উপজেলার চেল্লাখালী নদীর তীর ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু তোলা হচ্ছে
নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী চেল্লাখালী নদীর তীর ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে নদী তীরবর্তী বাসিন্দাদের ঘরবাড়ি। বর্ষা মৌসুমে ওইসব বাড়িঘর বিলীন হওয়ার আশঙ্কা করছেন নদীর পাড়ের বাসিন্দারা। বালুখেকোদের ভয়াল থাবা থেকে বাঁচতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করছেন ভুক্তভোগীরা। বালু উত্তোলনকারীরা কোনো বাধা মানছে না।
তারা আরও আমাকে উল্টো হুমকি দিচ্ছে। আমি আমার বসতবাড়ি বাঁচাতে ও এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছি। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিকার চেয়ে অনেকেই আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে ওইসব স্থানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।