ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

জননেতা কে এম ওবায়দুর রহমানের আজ ১৮তম মৃত্যুবার্ষিকী!

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ০০:৫৯, ২১ মার্চ ২০২৫

জননেতা কে এম ওবায়দুর রহমানের আজ ১৮তম মৃত্যুবার্ষিকী!

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ফরিদপুরেরর কৃতি সন্তান কে এম ওবায়দুর রহমানের ১৮ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২১ মার্চ)।

২০০৭ সালের ২১ মার্চ তিনি ঢাকার এ্যাপোলো (বর্তমান এভারকেয়ার) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। রেখে যান অগনিত রাজনৈতিক অনুসারী এবং সুযোগ্য কন্যা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু কে। 

কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি, ফরিদপুর জেলা যুবদল, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দল, কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ, কে এম ওবায়দুর রহমান স্মৃতি পরিষদ  বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।

কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার (২১ মার্চ) সকাল ৯ টায় মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের নগরকান্দার লস্করদিয়াস্থ বাসভবন সংলগ্ন তার কবরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও কোরআন খানী। বাদ জোহর নগরকান্দা-সালথার বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল। বিকাল ৪ টায় নগরকান্দা উপজেলা সদরের সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমী মাঠে নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। 

স্মরনসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সকলকে এই সকল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। 

ইমরান

×