
ছবি : জনকণ্ঠ
বন ও বন্য প্রাণী রক্ষা ও সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক কমিউনিটি এওয়ারনেস ও মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বন সংলগ্ন ফুলবাড়ি চা বাগানে দেশি-বিদেশি একদল গবেষক ও স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক মেলার আয়োজন করা হয়।
বন্যপ্রাণী গবেষক হাসান আল রাজী বলেন, বন এবং বন্যপ্রাণী আমাদের পরিবেশের নিরবিচ্ছিন্ন অংশ, বন্যপ্রাণীদের মাঝে বানর গোত্রীয় প্রাণীরা আমাদের বনের ভারসাম্য রক্ষার কাজে নিয়োজিত। তারা ফল খেয়ে বীজের বিস্তরণ করে, এতে করে বনে নতুন গাছ জন্মায় এবং বনের পরিরধি বৃদ্ধি পায়। এছাড়াও, বানর গোত্রীয় প্রাণীরা ফুলের পরাগায়ণ করে এবং ক্ষতিকর পোকামাকড় খেয়ে বনের গাছদের রক্ষা করে। তবে দুঃখের বিষয় হলো, আমাদের এই উপকারি বন্ধুরা দিন দিন আমাদের মাঝে থেকে হারিয়ে যাচ্ছে। পূর্বে বাংলাদেশে ১০ প্রজাতির বানর গোত্রীয় প্রাণী থাকলেও এখন আছে নয় প্রজাতির। ইতিমধ্যে আমরা আমাদের এক প্রাজাতির বানরদের হারিয়ে ফেলেছি। বাকি যারা এখনও টিকে আছে তাদের রক্ষা করার জন্য আমাদের মাঝে সচেতনতা তৈরি করাই একমাত্র উপায়।
ঘনবসতির এই দেশে, মানুষজনদের সচেতন না করে কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা সম্ভব নয়। আর এই সচেতনতা তৈরির লক্ষে Plumploris e.V Bangladesh Project এবং Pittachhara Forest & Biodiversity Conservation Initiative এর যৌথ উদ্যোগে ২০২৩ সাল থেকে “প্রাইমেট ফেয়ার” নামে একটি জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছি। এই অনুষ্ঠানের মুল লক্ষ হলো পরিবেশে বানর গোত্রীয় প্রাণীর অবদান এবং এদের সংরক্ষণের গুরুত্ব ও সংরক্ষণে করণীয় বিষয়ে বনের আশেপাশের মানুষদের সচেতন করা।
এবারের “প্রাইমেট ফেয়ার ২০২৫” আয়োজন করা হয় লাউয়াছড়া জাতীয় উদ্যানের আশেপাশের চারটি চা বাগানে (ফুলবাড়ি চা বাগান, ফুলছড়া চা বাগান, নুরজাহান চা বাগান ও রশিদপুর চা বাগান)। এবারের মেলার প্রতিপাদ্য বিষয় ছিলো, “মানুষ ও সংস্কৃতি, দুয়ে মিলে বাঁচাবে আমাদের প্রকৃতি”।
আমাদের হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে তুলে ধরতে বায়স্কোপের মাধ্যমে স্থানীয় শিশু কিশোরদের বানর গোত্রীয় প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়ায় লজ্জাবতী বানরের মাসকটও সবাইকে অনেক আনন্দ দেয়। প্রতিটি জায়গায় অনুষ্ঠান শেষে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।
এই প্রাইমেট ফেয়ারের মুল পরিকল্পনাকারী এবং আহ্বায়ক ছিলেন বন্যপ্রাণী গবেষক মার্জান মারিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Plumploris e.V এর চেয়ারম্যান মার্সেল ইস্টুইনগা, Pittachhara Forest & Biodiversity Conservation Initiative এর প্রতিষ্ঠতা মাহফুজ রাসেলসহ আরও অনেকে।
/মো. মহিউদ্দিন