ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূ ধর্ষণ,ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগ 

শাহ জালাল, সোনারগাঁ সংবাদদাতা, নারায়ণগঞ্জ।।  

প্রকাশিত: ২৩:৩৯, ২০ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৪০, ২০ মার্চ ২০২৫

অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূ ধর্ষণ,ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. সুমন মিয়ার বিরুদ্ধে এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় মোবাইল ক্যামেরায় ধারণ করা ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়েরও অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূর অসহায় পরিবারে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।


জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে বসবাসরত ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. সুমন মিয়া এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে ও মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে মোবাইলে ধারণ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে অর্থ আদায় করে। ভুক্তভোগী অসহায় ওই গৃহবধূর পরিবার হামলা ও ধারণ করা ভিডিও ভাইরাল হওয়ার ভয়ে থানায় অভিযোগ করতে সাহস পায়নি।


তবে ভুক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে ধর্ষিতার খালা এ ঘটনার মূলহোতা সাবেক যুবদল নেতা সুমন মিয়ার কাছে থাকা অস্ত্র উদ্ধার, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ভুক্তভোগী ওই গৃহবধূর খালার অভিযোগের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।


ভুক্তভোগী ওই গৃহবধূর খালা এক ভিডিওতে দেওয়া বক্তব্যে অভিযোগ করেন, উপজেলার বারদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি মো. সুমন মিয়া একই এলাকায় তার ভাগ্নি প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ওই প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে ও নিজেই ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ফেসবুকে ভাইরাল করা ও গৃহবধূর স্বামীর কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায় করে। সম্প্রতি ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করা হয়।


তিনি আরও জানান, সুমনের কাছে একটি অবৈধ পিস্তল রয়েছে। সে ওই পিস্তলের ভয় দেখিয়ে আমার ভাগ্নির সন্তান ও স্বামীকে হত্যার হুমকি দিচ্ছে। তার কাছ থেকে অবৈধ অস্ত্রটি উদ্ধারের দাবি জানাচ্ছি।


বারদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি মো. সুমন মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভিডিওগুলো কয়েক বছর আগের। তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর ভিডিওগুলো বিভিন্ন মানুষের মোবাইলে চলে গেছে। ভিডিও দেখিয়ে টাকা চাওয়ার বিষয়টি সঠিক নয়।


অবৈধ অস্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান। তবে এ ভিডিও প্রকাশের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।


সোনারগাঁ থানায় সদ্য যোগদানকারী ওসি মো. মফিজুর রহমান বলেন, গৃহবধূকে ধর্ষণের বিষয়ে থানায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

আফরোজা

×