
ছবিঃ সংগৃহীত
কুমিল্লার হোমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ থানার সম্মেলন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে হোমনা পৌর সদরের নাইন্টি ফাইভ ক্যাফে শপথ পড়ানো হয়। শপথ বাক্য পাঠ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম। পরে সাম্য মানবিক মর্যাদা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের জয়েন্ট সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পশ্চিম বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর মাওলানা বশির আহমদ, জেলা পশ্চিম ইসলামি আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মদ বাহাউদ্দীন আশরাফ, হোমনা ইসলামি আন্দোলন বাংলাদেশ শাখার উপদেষ্টা আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় হোমনা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পূর্বের কমিটির বিলুপ্ত করে মাওলানা আরিফুল ইসলামকে সভাপতি, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ও সাংগঠনিক সম্পাদক আল-আমিন মোল্লা কে নির্বাচিত করে মহিলা সদস্য ১৮ জন সহ মোট ৫৩ সদস্যের নতুন কমিটি অন্তর্ভুক্ত করা হয়।
অন্যদিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হোমনা শাখা নবগঠিত কমিটির সভাপতি মাহবুব হাসান আকরাম, সহ-সভাপতি ইব্রাহিম মোল্লা ও সাধারণ সম্পাদক লাদেন সরকার কে নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ইমরান