
ছবি: প্রতীকী
কুমিল্লার চান্দিনায় এক চাচার বিরুদ্ধে ১১ বছর বয়সী নিজের ভাতিজিকে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। মাদ্রাসায় পড়ুয়া শিশুটিকে টাকার লোভ দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে এই নৃশংস কাজ চালিয়ে গেছে অভিযুক্ত চাচা আবু সাঈদ (২১)।
এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন এবং আইনের মাধ্যমে উপযুক্ত বিচার দাবি করেছেন।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের দারোরা গ্রামে। অভিযুক্ত আবু সাঈদ তিন ভাইয়ের পরিবারের সঙ্গে থাকতেন। বড় দুই ভাই বিদেশে থাকায় তিনি ছিলেন বাড়ির একমাত্র পুরুষ সদস্য। এই সুযোগ নিয়ে তিনি তার বড় ভাইয়ের মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে আদরের অজুহাতে ধীরে ধীরে নিপীড়ন শুরু করেন।
প্রথমে শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করতেন, পরে টাকার লোভ দেখিয়ে এবং ভয় দেখিয়ে এক বছর ধরে যৌন নির্যাতন চালান। শিশুটি ভয় ও লজ্জায় কাউকে কিছু বলতে পারেনি।
সর্বশেষ, ফেব্রুয়ারি মাসে দিনের বেলা ঘরের দরজা বন্ধ করে শিশুটির ওপর নির্যাতন চালানোর সময় বড় দুই ভাবীর হাতে ধরা পড়েন আবু সাঈদ। এরপরও পরিবারের কিছু সদস্য বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
মামলার বাদী, ভুক্তভোগী শিশুটির মা, বলেন, "আবু সাঈদ মাদ্রাসায় পড়াশোনা করেছে। অথচ সে আমার নিষ্পাপ শিশুর জীবন ধ্বংস করেছে। আমার মেয়ে এক বছর ধরে এই কষ্ট সহ্য করেছে। আমি পারিবারিক মীমাংসা চাই না, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কোনো শিশুর সাথে এমন না হয়।"
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম জানিয়েছেন, "এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে, তবে তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।"
মামলার তদন্ত কর্মকর্তা (এস.আই) আব্দুল লতিফ বলেন, "আমরা প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পেয়েছি। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।"
এম.কে.