ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সরকারি কড়াকড়িতে সৌদি রুটের বিমান ভাড়া কমলো ৭৫%

প্রকাশিত: ২২:০২, ২০ মার্চ ২০২৫

সরকারি কড়াকড়িতে সৌদি রুটের বিমান ভাড়া কমলো ৭৫%

ছবি: সংগৃহীত

সরকারের কঠোর নিয়ম ও সক্রিয় নজরদারির ফলে সৌদি আরবসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমানের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) জানিয়েছে, গত কয়েক মাসের তুলনায় টিকিট ভাড়া প্রায় ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে।

বুধবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটাব জানায়, গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যাত্রার জন্য যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হয়েছিল। গ্রুপ বুকিং স্কিমের কারণে টিকিটের দাম ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে সরকারের কঠোর পদক্ষেপের ফলে এখন সেই ভাড়া কমে ৫০-৪৮ হাজার টাকায় নেমে এসেছে। এমনকি কিছু এয়ারলাইন দাম্মাম ও রিয়াদের মতো গন্তব্যে মাত্র ৩৫ হাজার টাকায় টিকিট দিচ্ছে।

বিমান ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি ঠেকাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি নতুন নিয়ম জারি করে। এতে টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের কপি বাধ্যতামূলক করা হয়। এর ফলে পূর্বে ব্লক করে রাখা টিকিটগুলো প্রকাশিত হয়েছে এবং আসনের প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে, প্রতিযোগিতার ফলে ভাড়া কমতে শুরু করেছে।

আটাব-এর বিবৃতিতে সরকারের এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত অভিবাসী শ্রমিকদের জন্য এটি স্বস্তির বিষয় বলে উল্লেখ করা হয়। আটাব-এর মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ জানান, এ উদ্যোগ শুধু যাত্রীদের জন্য নয়, বরং সামগ্রিক ভ্রমণ শিল্পের জন্যও ইতিবাচক। তবে বিমান সংস্থাগুলোকে আগের অনিয়মে ফিরতে না দেওয়ার জন্য কঠোর পর্যবেক্ষণ ও নিয়মের প্রয়োগ অব্যাহত রাখা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

আসিফ

×