
ছবিঃ সংগৃহীত
বাগেরহাটে ১৬ বছর পরে প্রকাশ্যে ইফতার ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা ও খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডঃ শেখ আব্দুল ওয়াদুদ, জামায়াত ইসলামী নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস প্রমুখ।
এছাড়া ইফতার মাহফিলে, ইসলামী আন্দোলনের বাংলাদেশ বাগেরহাটের জেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ-উল-হাসান, খেলাফত মজলিসের আমির মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ উল্লাহ আরিফী, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা রুহুল আমিন, জামায়াত নেতা অধ্যাপক ইকবাল হোসাইন, মাওলানা মনজুরুল হক রাহাত, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ-উল-হাসান সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, আলেম, শিক্ষক, কবি- সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, আলেম-ওলামা, শিক্ষক মন্ডলী, কবি- সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
দীর্ঘদিন পরে এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ইফতার পূর্ব বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহ ও দেশবাসীর শান্তি কামনা করা হয়। বিশেষ করে ফিলিস্তিনে চলমান বর্বরতা থেকে মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর রহমত চেয়ে বিশেষ দোয়া করা হয়।
ইমরান