
ছবি সংগৃহীত
গাজীপুরে সিএনজি চালিত অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদাবাজি এবং পুলিশের মামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে চালকরা। বৃহস্পতিবার সকালে মহানগরীর নলজানি এলাকায় জিএমপি’র বাসন থানার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে ঢাকা-জয়দেবপুর সড়কে যান চলাচল ব্যাহত হয়।
এর আগে, চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন চালকরা। আটককৃতরা হলেন এহসানুল হক (২৫) ও মো. সাদ্দাম হোসেন (৩২)।
সিএনজি চালকরা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ও আশপাশের সড়কে চলাচলকারী কয়েকশ’ সিএনজি অটোরিকশা থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে চালকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং কখনো কখনো জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়া হয়। প্রতিবাদ করলেই চালকদের শারীরিক নির্যাতনের শিকার হতে হয়।
এছাড়া চালকদের দাবি, কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও গাজীপুর হাইওয়ে পুলিশ তাদের বিরুদ্ধে অহেতুক মামলা দিচ্ছে। অথচ মহাসড়কের বিভিন্ন সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশাগুলো নির্বিঘ্নে চলাচল করছে। স্থানীয় এক রাজনৈতিক নেতার নেতৃত্বেই এসব চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেন তারা।
জিএমপি’র বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, সিএনজি চালকরা নলজানি এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলা হয় এবং সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে চালকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, আটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আশিক