ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

হোমনায় তিন নবজাতকের জন্ম দিলেন এক গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি॥

প্রকাশিত: ১৯:২৮, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২৯, ২০ মার্চ ২০২৫

হোমনায় তিন নবজাতকের জন্ম দিলেন এক গৃহবধূ

ছবি : জনকণ্ঠ

কুমিল্লার হোমনায় এক সাথে তিনটি শিশুর জন্ম দিয়েছেন জেসমিন আক্তার নামে এক প্রসূতি মাতা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ডক্টরস হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসূতি মাতা জেসমিন আক্তার ২টি ছেলে ও ১টি মেয়ে সন্তানের জন্ম দেন। প্রসূতি জেসমিন আক্তার (১৮) হোমনা উপজেলার দড়িচর গ্রামের মো. মহিবুল্লাহ'র স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, গাইনী চিকিৎসক ডা. সোনিয়া আক্তারের তত্বাবধানে সিজারিয়ান অপারেশন করা হয়। প্রসূতি মা এ প্রথম সন্তান প্রসব করেছেন। জন্ম নেয়া নবজাতকেরা ও মা সুস্থ আছে বলে জানায় ডাক্তার৷

শামীম রায়হান/মো. মহিউদ্দিন

×