ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

প্যারালাইস আক্রান্ত মুক্তিযোদ্ধাকে মারপিট 

বাগেরহাটে বাড়িতে দফায় দফায় হামলা ভাংচুর অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সন্মেলন

স্টাফ রিপোর্টার,বাগেরহাট।।

প্রকাশিত: ১৯:২০, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২৩, ২০ মার্চ ২০২৫

বাগেরহাটে বাড়িতে দফায় দফায় হামলা ভাংচুর অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সন্মেলন

বাগেরহাটের চিতলমারীতে তিনটি নীরিহ পরিবারের উপর প্রভাবশালী মহলের দফায় দফায় হামলা, ভাংচুর, মারপিট, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো প্রতিকার প্রার্থনা করে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। 


ভূক্তভোগী পরিবার গুলোর পক্ষে মোঃ শাহীন শেখ লিখিত বক্তবে জানান, উপজেলার ব্রহ্মগাতী গ্রামের আমিনুর রহমান মামুনের ছেলে সায়হাম রহমান মীম, আমজেদ মোল্লার ছেলে শহীদ ও মোক্তার শেখের ছেলে শাহীন শেখ দীর্ঘদিন ধরে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বসবাস করেছেন। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল সন্ত্রাস সৃষ্টি করে তাদের বাড়িতে চড়াও হয়ে দফায় দফায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি লিখিত ভাবে জানালেও কোন ন্যায় বিচার পাননি। 


শাহিন শেখ আরও জানান, গত ১ মার্চ বিকেল ৫ টার দিকে আরুয়াবর্ণী মধ্যপাড়ার জুয়েল শেখ, মিলু শেখ, আবুল খান, আলামিন শেখ ও নুর শেখের নেতৃত্বে ১০-১৫ জন শহীদ মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। শহীদ মোল্লা বাধা দিতে গেলে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট করে ঘরে আগুন ধরিয়ে  দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। 


এ ঘটনার রেশ ধরে দ্বিতীয় দফায় গত ৬ মার্চ সকাল ৯ টার দিকে ওই হামলাকারীরা আবারও দলবদ্ধ হয়ে অতর্কিত ভাবে আড়ুয়াবর্ণী গ্রামের মোশারেফ শেখের নেতৃত্বে ২০-৩০ জন লোক সায়হাম রহমান মীমের বাড়িতে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। এ সময় তাদের বাঁধা দিতে গেলে সায়হাম রহমান মীমের অন্তঃস্বত্ত্বা স্ত্রী লিমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

 
এ ছাড়া ওই হামলাকারীরা তৃতীয় দফায় গত ১৫ মার্চ বিকাল ৪ টায় শাহীন শেখের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা শাহীনের বৃদ্ধ পিতা মুক্তিযোদ্ধা ও প্যারালাইস রোগীকে মারপিট করে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে। এ তিনটি বিষয়ে আলাদা আলাদা ভাবে মামলা করা হলেও হামলাকারীরা প্রতিনিয়িত হুমকি-ধমকি প্রদান করে চলেছে। এ বিষয়ে বর্তমানে তারা তিনটি পরিবার চরম নিরপত্তা হীনতায় রয়েছেন। 


এ ব্যাপারে মোশারেফ শেখ অগ্নিসংযোগ ও লুটপাটের কথা অস্বীকার করে বলেন, শাহীন, মীম এবং শহীদদের জায়গার মধ্যে আমার সাড়ে ১৮ শতক জায়গা রয়েছে। যার ১০ শতক আমার নামে রেকর্ড। ওরা আমার কবলাকৃত জায়গা জোরপূর্বক ভোগদখল করে আছে। এ নিয়ে বহুবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু তারা কোন সালিশ মানে না। 

আফরোজা

×