ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ডাকাতির পর পুলিশের ধাওয়া, ট্রাক উল্টে নিহত ১, আহত ২

রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ।

প্রকাশিত: ১৯:১৮, ২০ মার্চ ২০২৫

ডাকাতির পর পুলিশের ধাওয়া, ট্রাক উল্টে নিহত ১, আহত ২

ছবি: সংগৃহীত।

নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই ডাকাত।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতি করে আনা একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুপার সাফিউল সারোয়ার বৃহস্পতিবার দুপুর ২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

নিহত ডাকাতের নাম মিজানুর রহমান (৪৮), তিনি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মৃত রমজান আলীর ছেলে। আহত দুই ডাকাত হলেন— রুবেল হোসেন (৩৫), নওগাঁর মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত শাহিনের ছেলে। মাসুম (৪০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাড়িদহ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

আহতদের মধ্যে একজন পুলিশ হেফাজতে রয়েছে এবং অন্যজন নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সুপার জানান, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা চালানোর সময় বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসী বেরিয়ে আসে। এ সময় ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে নওহাটা মোড়, আব্দুল জলিল পার্কসহ ছয়টি পয়েন্টে ব্যারিকেড দেয় এবং ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করলে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়।

ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। তাদের নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

পুলিশ ডাকাতদের ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করেছে। নিহত ও আহতদের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নুসরাত

×