ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

পদ্মার চরের ড্রেজার ধ্বংস করলেন ইউএনও

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১৯:১৩, ২০ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২৩, ২০ মার্চ ২০২৫

পদ্মার চরের ড্রেজার ধ্বংস করলেন ইউএনও

ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে একটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করেছেন। উপজেলা পদ্মা নদীর অপর পারে দুর্গম চর হরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে পদ্মা পারের ফরিদ মোল্যা (৪৮) এর ড্রেজার মেশিনটি ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত।

এ সময় পদ্মা পারে স্থাপিত ড্রেজার মেশিনটি ভাঙচুর করে নদীতে ফেলে দেওয়া হয় এবং ড্রেজার মেশিনের প্রায় এক হাজার মিটার পাইপ লাইন ধ্বংস করা হয়। এ অভিযানের চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি দল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলো।

জানা যায়, কিছুদিন ধরে ভাঙন কবলিত পদ্মা পারের চর শালেপুর গ্রামে ফরিদ মোল্যা নামে এক বালু ব্যাবসায়ী অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এ খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বৃহস্পতিবার ভোররাতে পদ্মা নদী পার হয়ে পায়ে হেটে দুর্গম চরের ঘটনাস্থলে পৌছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সাত সকালে চরাঞ্চলে ইউএনও আগমনের টের পেয়ে ড্রেজার মালিক ও চালকসহ সবাই পালিয়ে যায়। এই অভিযানে কেউ গ্রেফতার না হলেও অবৈধ ড্রেজার মেশিন সহ বালু সরবরাহের পাইপ লাইন ধ্বংস করে দেন ভ্রাম্যমান আদালত।

অবৈধ ড্রেজার মালিক ফরিদ মোল্যা জানায়, “পদ্মার চরে আমার ড্রেজার মেশিনের পার্শ্ববতী এলাকায় 
আরও ড্রেজার মেশিন রয়েছে। সব গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানাই।

আসিফ

×