
ছবি: সংগৃহীত
ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) নবাবগঞ্জ উপজেলা সদর বাগমারা বাজারের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক ও রাজনীতিকদের করণীয় সমন্ধে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার সহমত ব্যক্ত করা হয়। সভায় নবাবগঞ্জ ও দোহারের সার্বিক উন্নয়নে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত আগামী সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম।
নবাবগঞ্জ পূর্ব জামায়াতের আমীর অ্যাডভোকেট ইব্রাহিম খলিল এতে সভাপতিত্ব করেন।
জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুস্তাক আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ পূর্ব জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিদুল হক খান ডাবলু, আজহারুল হক, খালিদ হোসেন সুমন, অলি আহমেদ, ফারুক আহমেদ, মুহাম্মদ তারেক রাজীব, আতাউর রহমান সানী, বিপ্লব ঘোষ, শওকত আলী রতন, সাদের হোসেন বুলু, শাহীনূর রহমান তুতি, কাজী যুবায়ের আহমদ সহ নবাবগঞ্জ ও দোহার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আসিফ