
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে সরকারের দেওয়া বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার মির্জাবাড়ী, মহিষমারা, আউশনারা, কুড়ালিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল, ট্যাগ অফিসার ও উপ-সহকারী প্রকৌশলী তানজীর হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা রমজান আলী, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্যরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা জানান, মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১৮,৫৫৩টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১৮৫.৫৩ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
নুসরাত