ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

মধুপুরে সরকারের দেওয়া বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

হাফিজুর রহমান, নিজস্ব সংবাদদাতা,মধুপুর,টাঙ্গাইল

প্রকাশিত: ১৯:১০, ২০ মার্চ ২০২৫

মধুপুরে সরকারের দেওয়া বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে সরকারের দেওয়া বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার মির্জাবাড়ী, মহিষমারা, আউশনারা, কুড়ালিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল, ট্যাগ অফিসার ও উপ-সহকারী প্রকৌশলী তানজীর হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা রমজান আলী, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্যরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা জানান, মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১৮,৫৫৩টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ১৮৫.৫৩ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

নুসরাত

×