
ছবি : জনকণ্ঠ
টাঙ্গাইলের মধুপুরে মধুপুর সরকারী কলেজের ২০২৫ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মধুপুর সরকারী কলেজের শিক্ষাথীরা বিক্ষোভ মিছিল করেছে ও কেন্দ্র পুনঃবহালের দাবীতে স্মারকলিপি দিয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কাছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি দেন তারা।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা পরে বিক্ষোভ মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন। এসময় প্রায় ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় বক্তব্য দেন মধুপুর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষার্থী রজব, কুরবান আলী, জিহাদ, জিহাদ, হাসিবুল, আব্দুলাহ জেসমিন ও মাহমুদা সহ অন্যরা।
হাফিজুর রহমান/মো. মহিউদ্দিন