ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ১৩৪তম, ফিনল্যান্ড টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ

প্রকাশিত: ১৫:১৬, ২০ মার্চ ২০২৫

বাংলাদেশ ১৩৪তম, ফিনল্যান্ড টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ

ছবি: সংগৃহীত

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) অংশ হিসেবে প্রকাশিত ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে টানা অষ্টমবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। অন্যদিকে, ১৪৭টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৪তম।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত এই প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ২০টি সুখী দেশের মধ্যে কোনো এশীয় দেশ নেই। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ডেনমার্ক ও আইসল্যান্ড, চতুর্থ স্থানে সুইডেন। এছাড়া, লাতিন আমেরিকার কোস্টারিকা (৬ নম্বরে) ও মেক্সিকো (১০ নম্বরে) প্রথমবারের মতো শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অবস্থান যথাক্রমে ২৩ ও ২৪তম। তালিকার একেবারে শেষ দিকে রয়েছে আফগানিস্তান (১৪৭), সিয়েরা লিওন (১৪৬), লেবানন (১৪৫), মালাউই (১৪৪) এবং জিম্বাবুয়ে (১৪৩)।

বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার মান ও সুখের স্তর পরিমাপ করতে এই প্রতিবেদনটি তৈরি করে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। এতে মূল্যায়নের প্রধান মানদণ্ডগুলোর মধ্যে রয়েছে— জিডিপি, সামাজিক সহায়তা, আয়, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির মাত্রা।

প্রতিবেদন অনুসারে, সামগ্রিকভাবে ইউরোপীয় দেশগুলোই সবচেয়ে সুখী জীবনযাত্রার অধিকারী। অন্যদিকে, যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতার কারণে আফগানিস্তান ও কয়েকটি আফ্রিকান দেশ রয়েছে তালিকার একেবারে নিচের দিকে।
 

কানন

×