
নবাবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আজাদুল হাই পান্নু
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল হাই পান্নুকে নিখোঁজের দুই মাসেরও বেশি সময় পর উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে খুলনা শহর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয় বলে দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলমের তদারকিতে নবাবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আজগর আলীর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। তিনি সুস্থ ও ভালো আছেন এবং তাঁকে তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যক্তিগত কারণে অভিমান করে তিনি আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে ১০ জানুয়ারি তাঁর ছেলে সিহাব তমাল নবাবগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
সায়মা ইসলাম