ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

শেখ হাসিনা বিদেশে, জানে না দুদক

প্রকাশিত: ০৯:৫৮, ২০ মার্চ ২০২৫

শেখ হাসিনা বিদেশে, জানে না দুদক

ছবি:সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন অন্তত ১০০ জন আসামি ইতিমধ্যেই বিদেশে চলে গেছেন। আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার পর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি প্রশ্নের মুখে ফেলেছে। দুদকের দাবি, আসামিরা বৈধ পথে দেশ ত্যাগ করেননি, তাই সরকারের কাছে তাদের বিদেশে যাওয়ার কোনো রেকর্ড নেই। কিন্তু এভাবে কি দুর্নীতির বিচার কার্যকর করা সম্ভব?

 

 

 


শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান এবং এখনো সেখানেই রয়েছেন। যদিও এই তথ্য সবার জানা, সরকারিভাবে দুদকের কাছে এ বিষয়ে কোনো রেকর্ড নেই। সাত মাস পেরিয়ে গেলেও দুদকের উপপরিচালকের আবেদনে আদালত শেখ হাসিনা ও রেহানাসহ পরিবারের সাত সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন। দুদকের যুক্তি, সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন। কিন্তু আদতে তারা ইতিমধ্যেই দেশের বাইরে রয়েছেন।

 

 


দুদকের আবেদনে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এমন অন্তত ১০০ জন আসামি ইতিমধ্যেই বিদেশে চলে গেছেন। পুলিশের তথ্য অনুযায়ী, যাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে, তারা অনেকেই বিদেশে পালিয়েছেন। আসামিরা বিদেশে চলে যাওয়ার পর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। দুদকের মহাপরিচালক বলেন, "আসামিরা চলে যাওয়ার কোনো সরকারি রেকর্ড আমাদের কাছে নেই। আমরা জানি না কারা দেশে আছেন আর কারা বিদেশে গেছেন।"

 

 

 


অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মইদুল ইসলাম, যিনি এক সময় দুদকের মহাপরিচালকও ছিলেন, বলেছেন, "আসামিরা বিদেশে চলে যাওয়ার পর নিষেধাজ্ঞা দেওয়া হাস্যকর। এটি দুদকের গাফিলতি। অনুসন্ধানকারীদের ঠিকভাবে পরিচালনা করা হয়নি। পুরো কমিশনের দায় এখানে। তারা এখনো পর্যন্ত এই বিষয়ে সচেতন হচ্ছেন না যে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।"

 

 


সাবেক এই জজ আরও বলেন, "আসামি যদি বিদেশে পালিয়ে যায়, তাহলে তাকে ধরে এনে সাজা দেওয়া জটিল বিষয়। আদালতের এখতিয়ারের বাইরে চলে গেলে তাকে ফিরিয়ে আনা কঠিন। এখনো পর্যন্ত দুর্নীতির কোনো মামলায় বিদেশে পালিয়ে যাওয়া কাউকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কোনো নজির নেই।"

আঁখি

×