ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

ষড়যন্ত্র দূর করার উপায় বললেন ডা. তুষার

প্রকাশিত: ০৯:২৭, ২০ মার্চ ২০২৫; আপডেট: ০৯:৩১, ২০ মার্চ ২০২৫

ষড়যন্ত্র দূর করার উপায় বললেন ডা. তুষার

ডা. আব্দুন নূর তূষার বলেন, ষড়যন্ত্র কালো হাত, নীল নকশা, গাপটি মেরে লুকিয়ে থাকা, চেনা মুখ মুখোশ পরা পুরোনো দিনের রাজনৈতিক জারগণ বা রাজনৈতিক ভাষা। আমার কাছে মনে হয় ষড়যন্ত্র শব্দটা পুরোনো হয়ে গেছে। মূলত আমাদের দেশে যে ব্যাপারটি রয়েছে দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড অনুপস্থিতির কারণে, একটি দলের সর্বব্যাপী প্রভাবের কারণে।রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজনীতি প্রক্রিয়া বিনষ্ট হলে যেটা হয় ভোট না করে কীভাবে ক্ষমতায় যেতে হয় এটাই অনেক শক্তিশালী হয়ে উঠেছে। গত ১৬ বছর ভোট হয় নাই যেহেতু, যে-সব ভোট হয়েছে সেখানে সরকারের প্রভাব, নির্বাচন বিষয়টা নাই হয়ে গেছে। অধিকাংশ পেশাজীবী সংগঠনের পকেট থেকে কমিটি দিয়ে দেওয়া হইতো। এমনকি দলের কমিটিগুলো পর্যন্ত পকেট থেকে বের হয়ে আসতো। যার ফলে রাজনৈতিক পরিবেশ না থাকার কারণে পুরো বিষয়টা একটা ধোঁয়াটে পরিণত হয়েছে। কীভাবে দলের সভাপতি হওয়া যায়, কীভাবে দলের সভানেত্রী হয়, কীভাবে একটা দলের প্রধান হয়। ৭১ জন বিশিষ্ট আন্তর্জাতিক কমিটি হয় এ ৭১ জন কই থেকে আসে। পছন্দের ভিতর থেকে আসে এদের সাথে দলের সাধারণ কর্মীদের কোনো সম্পর্ক নাই।

আপনার মনে আছে আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটি করনাকালীর সময়ে কীভাবে ভেন্টিলেটর বাড়িতে নিয়ে গেছে ধরা পড়েছে। তারপরে জালিয়াতি করে রিপোর্ট দিয়েছে কেউ কেউ, এর মধ্যে ছাত্রলীগের নেতা ছিল। জাল মুখোশ, খারাপ মার্কস দিয়েছিল। কেন এগুলো হতো কারণ এগুলোর কোন টেন্ডার হতো না।আজকে তারা ফেসবুকে লিখছে অত লক্ষ টাকার টেন্ডার এর জন্য অত লক্ষ টাকা ঘুষ দিয়েছিলাম। তখন আমরা মানুষকে দিয়ে খেয়েছিলাম। আমাদের রাজনীতিটা কলুষিত হওয়ার কারণে যতদিন পর্যন্ত ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন না হবে তখন পর্যন্ত এই ষড়যন্ত্রে গন্ধটা থাকবে। জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার থাকলে তারা তো জনগণের সাথে সম্পর্ক হবে বলে ষড়যন্ত্র শব্দটাই চলে যাবে।

সাজিদ

×