ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

ভারতীয় শুকরের তাণ্ডবে কৃষকেরা বিপর্যস্ত

প্রকাশিত: ০১:১৯, ২০ মার্চ ২০২৫; আপডেট: ০১:২১, ২০ মার্চ ২০২৫

ভারতীয় শুকরের তাণ্ডবে কৃষকেরা বিপর্যস্ত

ভারতীয় শুকরের তাণ্ডবে নীলফামারির সীমান্তবর্তী তিস্তাপাড়ের কৃষকরা বিপর্যস্ত। শত চেষ্টার পরেও তারা ফসল বাঁচাতে পারছে না।নীলফামারির ডিমলা উপজেলার ছাতনাই কলোনি ঝাড়সিংহেশ্বর এলাকায়, সীমান্তের ওপার থেকে শুকিয়ে যাওয়া তিস্তা নদী পার হয়ে ঢুকে পড়ছে বন্য শুকরের পাল।

শুকরের আক্রমণে আলু, ভুট্টা এবং গমের শত শত একর জমির ফসল নষ্ট হয়েছে। কৃষকেরা জানাচ্ছেন, সীমান্তের পরে ভারতের মেখলিগঞ্জ থানার আওতাধীন ঝাড়সিংহের চরাঞ্চল থেকে প্রতি রাতে বন্য শুকরের পাল এপারের ফসলের ক্ষেতেগুলোতে হামলা করছে।

ভারতীয় এসব শুকর থেকে ফসল বাঁচাতে কৃষকেরা ফসলের মাঠে পাহারা চৌকি বসিয়েও কোনো ফল পাচ্ছেন না। বরং, শুকরের আক্রমণে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হয়েছেন অনেক কৃষক।

এদিকে, শুকরের হাত থেকে বাঁচতে বিপর্যস্ত কৃষকেরা বেড়া নির্মাণ বা শুকর হত্যার জন্য প্রশাসনিক সহায়তা কামনা করছেন।

কৃষকরা জানান, “প্রতি রাতে পাহারা দিয়েও কোনো কাজ হচ্ছে না। পাহারা দিতে গেলে কৃষকদের উপর আক্রমণ করে। অনেক শুকর হিংস্র হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করছে।”

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাচ্ছেন, এই ঘটনাটি রাষ্ট্রের কূটনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তার প্রশ্নের সাথে জড়িত। তাই এসব ক্ষেত্রে বেড়া নির্মাণ বা শুকর হত্যার সিদ্ধান্ত স্থানীয় প্রশাসন এককভাবে নিতে পারে না। তিনি মনে করেন, “স্পর্শকাতর এলাকা হওয়ায় বুঝে শুনে পদক্ষেপ নেওয়া দরকার যাতে হিতে বিপরীত না হয়।”

এদিকে, ভারতীয় বন্য শুকরের হামলায় ঝাড়সিংহেশ্বর এলাকার আনুমানিক ৫০০ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।


সূত্র:https://tinyurl.com/2zbwjf64

আফরোজা

×