ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

তিন উপজেলার ১৫ লাখ মানুষের দুর্ভোগের কারণ বগার ফেরি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ০০:৫৭, ২০ মার্চ ২০২৫

তিন উপজেলার ১৫ লাখ মানুষের দুর্ভোগের কারণ বগার ফেরি

বগা ফেরিঘাটে একটি ফেরিতে ঝুঁকি নিয়ে পারাপার

বাউফলের বগা ফেরিঘাটে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। একটি মাত্র ফেরির কারণে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে  ঘরমুখী মানুষের  দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। তাই বগা ফেরিঘাটে অতিরিক্ত  আরেকটি ফেরি সংযোজনের দাবি করেছেন ঘরমুখী মানুষ।
জানা গেছে, বগার লোহালিয়া নদীর এই ফেরি পার হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা, দশমিনা ও বাউফলের মানুষ  বরিশাল ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়ত করেন। কিন্তু বগা ফেরিঘাট এসে তাদের দীর্ঘ সময় অপেক্ষা  করতে হয়। যে কারণে তাদের যাতায়ত নিরানন্দে পরিণত হয়। বগা এলাকার বাসিন্দা জুয়েল মীর জানান, ঢাকা থেকে যেখানে কুয়াকাটা পৌঁছাতে ৫ ঘণ্টা লাগে সেখানে বাউফলে পৌঁছাতে কোনো কোনো সময় তার চেয়ে বেশি সময় লাগে।

আর এর একমাত্র কারণ হলো- বগা লোহালিয়া নদীর ফেরি। একটিমাত্র ফেরি থাকায় যাত্রীদের ঘাটে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জুয়েল মীর আরও জানান, দেখা গেছে যখন কোনো যানবাহন পশ্চিমপাড়ে এসেছে, তখন ফেরি পূর্ব পাড়ে। দুইটি ফেরি থাকলে যাত্রীদের কষ্ট কম হতো। বিশেষ করে ঈদের সময় ঘরমুখী মানুষের চাপ বেশি থাকে। তাই দ্রুত আরেকটি ফরি যুক্ত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ  জানিয়েছেন।
বাউফলের আরিফুল  ইসলাম  সাগর নামের এক সংবাদকর্মী বলেন, ঢাকা থেকে দুমকি পর্যন্ত কোনো ফরি নেই। এই উপজেলার মানুষ যেখানে ৩-৪ ঘণ্টায় বাড়ি আসতে পারে সেখানে  আমাদের  বাড়ি পৌঁছাতে সময় লাগে ৫-৬ ঘণ্টারও বেশি। আর এর কারণ হলো বগার লোহালিয়া নদীর ফেরি। এই বগার লোহালিয়া নদীতে প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী  ৯ম সেতুটি দ্রুত বাস্তবায়ন করা হলে গলাচিপা, দশমিনা ও বাউফলের ১৫ লাখ মানুষ দুর্ভোগ  থেকে মুক্তি পাবে।

×