ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বেড়িবাঁধের কাজ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক

নিজস্ব সংবাদদাতা,ভোলা ॥

প্রকাশিত: ০০:৫৭, ২০ মার্চ ২০২৫; আপডেট: ০০:৫৮, ২০ মার্চ ২০২৫

বেড়িবাঁধের কাজ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজকে কেন্দ্র দুই গ্রুপের সংর্ঘষে আহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ (২৭) নিহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার রাত ৯ টায়  তার মৃত্যু হয়। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়,পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মানাধীন বেড়িবাধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

 এতে আহত হন রাশেদ সহ ১০ জন।  গুরুতর আহত রাশেদকে প্রথমে চরফ্যাসন হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে  উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেয়ার পথে ফরিদপুরে রাত  ৯ টায় মারা যান। নিহত রাশেদ সাকুচিয়া এলাকার আবুল কালামের ছেলে। আহত অন্যরা চরফ্যাসন ও মনপরায় চিকিৎসা নিচ্ছেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ আহসান কবির রাশেদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, স্থানীয় বিএনপি আওয়ামী লীগ মিলে মারামারি করেছে। এ বিষয় নিহতের ভাই রাতেই থানায় অভিযোগ দিয়েছেন। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আফরোজা

×