ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

প্রতিদিন একটি করে ড্রেন পরিষ্কার করা হবে, খালের আবর্জনাও অপসারণ করা হচ্ছে: রবিউল ইসলাম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০০:৪৪, ২০ মার্চ ২০২৫; আপডেট: ০০:৪৭, ২০ মার্চ ২০২৫

প্রতিদিন একটি করে ড্রেন পরিষ্কার করা হবে, খালের আবর্জনাও অপসারণ করা হচ্ছে: রবিউল ইসলাম

ছবি: সংগৃহীত

অবশেষে কলাপাড়া পৌরসভার বর্জ্যে একাকার থাকা খালটির বিভিন্ন পয়েন্টে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে বর্জ্য অপসারনের কাজ শুরু করা হয়। কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম এর নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাব্যলাল চক্রবর্তীসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক রবিউল ইসলাম জনকণ্ঠকে জানান, খালটির বিভিন্ন পয়েন্টের স্তুপকৃত বর্জ্য অপসারনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে।

এছাড়া প্রতিদিন অন্তত একটি করে ড্রেন পরিষ্কার করা হবে। মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। শহরের ১০০ সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। শতাধিক স্ট্রিট লাইট স্থাপন করা হবে। শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরালো করতে পরিচ্ছন্নতা কর্মী বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শহরের জন্য মাস্টার প্ল্যান তৈরির পরিকল্পনাও চুড়ান্ত করা হয়েছে।

আসিফ

×