ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

জামায়াতে ইসলামী এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়: মাওলানা আব্দুল হামিদ

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ:

প্রকাশিত: ০০:১৮, ২০ মার্চ ২০২৫; আপডেট: ০০:১৯, ২০ মার্চ ২০২৫

জামায়াতে ইসলামী এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়: মাওলানা আব্দুল হামিদ

জামায়াতে ইসলামী এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। কোরআনের আইন সংসদে পাশ করতে চায়। এই দেশে জামায়াতে ইসলামী প্রমান করেছে, গত টার্মে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন- হাজার মাইল তালাশ করেও তাদের কোন দুর্নীতি পায় নি। একজন হলেন মো: মতিউর রহমান নিজামী আর একজন হলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। 


বুধবার (১৯ মার্চ) মুকসুদপুরের লোহাইড় ফাযিল মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুকসুদপুর শাখা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে গোপালগঞ্জ-১ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হামিদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


মহারাজ ইউনিয়ন জামায়াতের আমির মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক আব্দুল ওয়াহাব, জামায়াতে ইসলামীর মুকসুদপুর শাখার আমির অধ্যাপক  মোঃ ইমরান সরদার, উপজেলা সহকারি সেক্রেটারি দেলোয়ার হোসেন, ঢাকা ডেমরা থানা শ্রমিক কল্যাণ বিভাগের  দায়িত্বশীল খন্দকার কুতুবউদ্দিন।
 

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আফরোজা

×