ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

তিতাসের ভিটিকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল 

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ০০:১৪, ২০ মার্চ ২০২৫

তিতাসের ভিটিকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল 

ছবি: জনকণ্ঠ

কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র ভিটিকান্দি ইউনিয়ন শাখা'র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯মার্চ) বিকালে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজার মাঠ প্রাঙ্গনে ৫ ও ৬নং ওয়ার্ড শাখা'র সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্ম পরিষদ সদস্য, জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখা'র আমির ও কুমিল্লা-১ (দাউদকান্দি তিতাস) আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহালুল।

এতে জামায়াতে ইসলামী'র ভিটিকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আলাউদ্দিন ভূঁইয়া'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন সরকার, জেলা নির্বাহী সদস্য ও আই-বি-ডব্লিউ-এফের তিতাস শাখার সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, সেক্রেটারি মো. নুরে আলম সরকার প্রমুখ।

এসময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিটিকান্দি ইউনিয়ন ৫নং ওয়ার্ড শাখা'র সভাপতি মোঃ জহিরুল ইসলাম মাস্টার ও সেক্রেটারি মোস্তফা মাস্টার এর যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ভিটিকান্দি ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মোশাররফ হোসেন মুন্সি, সাধারন সম্পাদক মো. মফিজুল ইসলাম সরকার, বাইতুল মাল সেক্রেটারি আতাউর রহমান রতন মাস্টার, জামায়াতে ইসলামী ভিটিকান্দি ৬নং ওয়ার্ড সভাপতি ডা. গোলাম মোস্তাফা, ৯নং ওয়ার্ড সভাপতি আল আমিন ভূঁইয়া, ৩নং ওয়ার্ড সেক্রেটারি কাজী সোহেল ও ৪নং ওয়ার্ড সেক্রেটারি কামরুজ্জামান সরকারসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী'র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, দুলারামপুর ঈদগাঁ জামে মসজিদের ইমাম মোঃ মাওলানা জাহিদুল ইসলাম। পরে ইফতার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

শহীদ

×