
ছবি: জনকণ্ঠ
বাগেরহাটের মোংলা ও ফকিরহাটে পৃথকস্থানে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মোংলা পৌর শহরের পারহাউজ রোড এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে মোঃ আলী মোল্লা (৩৬) নামের এক দিনমজুর। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
অভিযুক্ত মোঃ আলী মোল্লা (৩৬) খুলনা সদরের মৃত মাজেদ মোল্লার ছেলে। সে কাজের জন্য পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে।
এদিকে ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. শওকত শেখ (৪৫) নামক এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুরে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী মো. শওকত শেখ উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, ১১বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার আসামী শওকত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
শহীদ