ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

স্বৈরাচারী সরকার দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে: আব্দুল হক আজাদ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥

প্রকাশিত: ২৩:১১, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ২৩:১১, ১৯ মার্চ ২০২৫

স্বৈরাচারী সরকার দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে: আব্দুল হক আজাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ বলেছেন, গত ১৬ বছর যাবত স্বৈরাচারী সরকার দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে পৃথিবীর বুকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে বিগত ফ্যাসিস্ট সরকার।


বুধবার রাজশাহী নগরীর ম্যাংগো রিসোর্ট গ্র্যান্ড পার্টি হলে ইসলামী আন্দোলন রাজশাহী মহানগর শাখার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাজশাহী মহানগর সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে বিশিষ্ট ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনরা এ মাহফিলে অংশ নেন।

তিনি বলেন, আগের মতই সকল ক্ষেত্রে ফ্যাসিবাদ কায়েম করা হচ্ছে। নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয়নি। সুতরাং এর থেকে প্রমাণ হয় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হলে নীতির পরিবর্তন করতে হবে। আর তা হলো ইসলামী নীতি। ইসলামই পারে একমাত্র শান্তি দিতে। সর্বপরি রাষ্ট্রে পূর্ণাঙ্গ শান্তি ও মুক্তি পেতে হলে সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে হবে।


তিনি আরো বলেন, সম্প্রতি তুলসী গ্যাবার্ড ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা অত্যান্ত বিভ্রান্তিকর এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যান্ত সুন্দর ও সম্মানের সঙ্গে বসবাস করছে। অন্যদিকে ভারত ও ইসরাইলে মুসলমানদের উপর বর্বর হত্যাযোগ্য চালানো হচ্ছে। মানবতার ফেরিওয়ালা দাবি করা রাষ্ট্র আমেরিকার মদদে দখলদার ইসরাইলি বাহিনী গত রাতেও নিরীহ গাজাবাসির উপর বিমান হামলা চালিয়ে শত শত শিশু ও নারীকে শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রসমুহকে দখলদার ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আহবান করছি।


ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, বিএনপি নেতা অ্যাডভোকেট এরশাদ আলীসহ বিভিন্ন রাজনৈদিক দলের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন।

আফরোজা

×