
ছবি: সংগৃহীত
সমাজ ও রাষ্ট্রের স্বনির্ভরতা নিশ্চিত করতে পরিবারকে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে, একটি পরিবার স্বাবলম্বী হলে সমাজ ও রাষ্ট্রও স্বাবলম্বী হবে। এ লক্ষ্যে সংগঠনটি সমাজ সংস্কার ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান অন্যতম।
তিনি আরও বলেন, সংগঠনটি প্রতি বছর শতশত নারী-পুরুষকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। এছাড়া, সমাজসেবার অংশ হিসেবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে ১০টি অ্যাম্বুলেন্স পরিচালনা করছে, যা দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে সেবা প্রদান করে থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম, যেখানে নাগরিকদের ধর্মের ভিত্তিতে নয়, বরং নাগরিকত্বের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। তিনি বলেন, “ব্যক্তি স্বনির্ভর হলে সমাজ স্বনির্ভর হবে, আর সমাজ স্বনির্ভর হলে রাষ্ট্র স্বনির্ভর হবে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গেলে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। অতীতের দলীয় সরকারগুলোর বিরুদ্ধে সম্পদ বিদেশে পাচারের অভিযোগ তুলে তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের সম্পদ রক্ষা এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে।
পল্টন থানা আমীর শাহীন আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মো. আব্দুস সালামসহ ঢাকা মহানগরী দক্ষিণ ও পল্টন থানা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
আসিফ