
ছবিঃ প্রতীকী অর্থে
মোবাইলে আসক্ত হওয়ায় মা মোবাইল ফোন ভেঙ্গে ফেলায় নোয়াখালীর চাটখিলে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত কুলসুম আক্তার (১৭) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারী বাড়ির হারুন রশিদের মেয়ে।
বুধবার (১৯ মার্চ) চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোনে আসক্ত হওয়ায় কুলসুমের মা দুপুরে মুঠোফোন ভেঙ্গে ফেলেন। পরে মায়ের অগোচরে কুলসুম অভিমান করে বসত ঘরের টিনের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় কুলসুমের মা বাড়িতে ছিলেন না। তিনি বাড়িতে এসে ঘরে কুলসুমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে শোর-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।
ইমরান