ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

বাড়ি-বাড়ি ফেরি করে ওষুধ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ২১:৫৬, ১৯ মার্চ ২০২৫

বাড়ি-বাড়ি ফেরি করে ওষুধ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছবি সংগৃহীত

মাদারীপুরের ডাসারে অনুমোদনহীনভাবে বাড়ি-বাড়ি ফেরি করে ওষুধ বিক্রির অভিযোগে দুইজন বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াষার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বীর মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মোটরসাইকেলযোগে এসে ওষুধ বিক্রির সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, "এম এম আয়ুর্বেদিক" নামে একটি কোম্পানির দুইজন বিক্রেতা ধূয়াষার গ্রামে প্রায় অর্ধশত নারীর কাছে ভ্রাম্যমাণ পদ্ধতিতে ওষুধ বিক্রি করছিলেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে ইউএনও সাইফ-উল আরেফীনের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই বিক্রেতাকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, "দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে গ্রামে ঘুরে ঘুরে নারীদের কাছে ওষুধ বিক্রি করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমরা প্রশাসনকে খবর দেই।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন বলেন, অনুমোদনহীন ওষুধ বিক্রির খবর পাওয়ার পরই অভিযান পরিচালনা করে দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়েছে।"

আশিক

×