ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

একজন বাবার স্বপ্ন, ছেলের পরিশ্রম—অর্ধশত বছরের ‘টিপটপ বাটিক’-এর সাফল্যগাঁথা

তৌহিদ হোসেন সরকার, সদর দক্ষিণ, কুমিল্লা

প্রকাশিত: ২১:৩৭, ১৯ মার্চ ২০২৫; আপডেট: ২১:৩৭, ১৯ মার্চ ২০২৫

একজন বাবার স্বপ্ন, ছেলের পরিশ্রম—অর্ধশত বছরের ‘টিপটপ বাটিক’-এর সাফল্যগাঁথা

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর গ্রামের মোঃ নুরুল ইসলাম। অক্ষরজ্ঞান সম্পন্ন হলেও তাঁর দৃষ্টিভঙ্গি ছিল সুদূরপ্রসারী। অর্ধশত বছর আগে যে ছোট ব্যবসার বীজ তিনি বুনেছিলেন, সেটিই আজ ‘টিপটপ বাটিক’ নামে কুমিল্লার বৃহৎ পরিসরের একটি সফল প্রতিষ্ঠান। আর এই সাফল্যের পেছনে অন্যতম কারিগর হলেন তাঁরই সন্তান ইঞ্জিনিয়ার মোঃ আজাদ।

বাবার স্বপ্ন ছিল ছেলেকে উচ্চশিক্ষিত করে নিজ প্রতিষ্ঠানের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। সেই স্বপ্ন পূরণে ইঞ্জিনিয়ার মোঃ আজাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়েন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে। পড়াশোনা শেষে তিনি বাবার হাত ধরে ব্যবসায় প্রবেশ করেন। কঠোর পরিশ্রম, সৃজনশীল চিন্তা ও আধুনিক ব্যবস্থাপনায় এক যুগের বেশি সময় ধরে তিনি প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

শ্রমিকবান্ধব প্রতিষ্ঠান, অনলাইন বিজনেস রিলেশন

‘টিপটপ বাটিক’-এ বর্তমানে কাজ করছেন প্রায় ৫০ জন দক্ষ বাটিক শ্রমিক। এছাড়াও অনলাইন বিজনেস রিলেশনের মাধ্যমে আরও শতাধিক ব্যক্তি এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। শ্রমিকদের গড়ে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা বেতন প্রদান করা হয়, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করছে।

ঈদে শ্রমিক-মালিক একসঙ্গে পরিশ্রমে সফলতা

এই ঈদেও টিপটপ বাটিকের শ্রমিক ও মালিক একযোগে কঠোর পরিশ্রম করেছেন বাজারে টিকে থাকার জন্য। কঠোর পরিশ্রমের সুফলও পেয়েছে প্রতিষ্ঠানটি—বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে। শ্রমিকদের পরিশ্রম এবং মালিকের সহানুভূতিশীল মনোভাবের ফলে উভয়পক্ষই আনন্দিত।

একজন বাবার হাত ধরে সফলতার গল্প

মোঃ নুরুল ইসলাম শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন দৃষ্টান্ত। তাঁর মতো বাবা যাঁরা সন্তানদের শিক্ষিত করে পারিবারিক ব্যবসাকে আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করেন, তাঁরা সত্যিকারের নায়ক। ইঞ্জিনিয়ার মোঃ আজাদের নিরলস পরিশ্রম ও বাবার স্বপ্ন বাস্তবায়নের অদম্য চেষ্টা আজ টিপটপ বাটিককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

এই সফলতার গল্প কেবল একটি পরিবারের নয়, এটি প্রমাণ করে—পরিশ্রম, শিক্ষার প্রয়োগ ও সঠিক দিকনির্দেশনা যে কোনো ব্যবসাকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। মোঃ নুরুল ইসলাম ও তাঁর সন্তান ইঞ্জিনিয়ার মোঃ আজাদকে স্যালুট, যাঁরা কুমিল্লার বাটিক শিল্পকে সমৃদ্ধ করেছেন এবং অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।

ইমরান

×