ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

হোমনায় যুবকের গলা কেটে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২১:২২, ১৯ মার্চ ২০২৫

হোমনায় যুবকের গলা কেটে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার হোমনায় যুবকের গলা কেটে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  

বুধবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে ঘাড়মোড়া গ্রামের আয়োজনে ঘাড়মোড়া বাজারে হোমনা কাশিপুর রোডের সামনের সড়কে ঘণ্টা ব্যাপী মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বিল্লালের মা শেলী বেগম, ফুফু কুলসুম বেগম, রহিম মেম্বার, মালু মেম্বার, সমাজ সেবক  আবদুর রহিম, মো.ইয়াছিন, আনোয়ার হোসেন, ইফতেখার, সাইদুল ও নবী হোসেন প্রমুখ। এ সময় কয়েক শতাধিক পুরুষ ও মহিলা মানববন্ধনে অংশ গ্রহণ করেন। 

এ সময় বক্তারা বলেন, আমরা মাদকমুক্ত সমাজ ও হত্যাকারীদের বিচার চাই। যারা বিল্লালকে গলা কেটে হত্যা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি ও দ্রুত গ্রেফতারের জন্যে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। 

উল্লেখ্য, গত রবিবার (১৬ মার্চ) রাতে হোমনা উপজেলার বড় ঘারমোড়া গ্রামে মাদক সেবন ও ব্যবসায় পূর্ব শত্রুতার জেরে মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে বিল্লালকে গলা কেটে হত্যা করা হয়েছে ।

ইমরান

×