ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

একাধিক শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক‌ আটক

শহিদুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত: ২১:১০, ১৯ মার্চ ২০২৫

একাধিক শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক‌ আটক

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত শিক্ষকের নাম আব্দুল্লাহ আল মামুন (৩৩)। তিনি কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি খুলনার পাইকগাছার সোনাতন কাঠি এলাকায়। তিনি বেলজার হোসেনের ছেলে।

বুধবার (১৯ মার্চ) বিকালে কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার দুপুরে এক ছাত্রের মা থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে অভিযুক্ত শিক্ষক বিভিন্ন কৌশলে মাদ্রাসার ছাত্রদের বলাৎকারের চেষ্টা করছিলেন। ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে তিনি বিষয়টি গোপন রাখতে বাধ্য করতেন।

ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয়রা মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে কালুখালী থানা পুলিশকে খবর দেন এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, "বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশকে খবর দেয়। এরপর এক ছাত্রের মা থানায় মামলা করেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।"

ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষক বেশ কয়েকজন ছাত্রকে বলাৎকারের চেষ্টা করছিল এবং কাউকে কিছু না জানাতে ভয়ভীতি দেখাতো। ইতোমধ্যে তিনজন অভিভাবক এ বিষয়ে অভিযোগ করেছেন।

এম.কে.

×